চট্টগ্রাম সিটি কর্পোরেশনের “বিমান বন্দর সড়ক উন্নয়ন প্রকল্প” এর প্রকল্প পরিচালক হিসেবে নিয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ গোলাম ইয়াজদানির উপর একদল সন্ত্রাসীর হামলার ঘটনার প্রতিবাদে এলজিইডি কুমিল্লার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ মোস্তফা হাসান,কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জনাব জি পি চৌধুরী, আই বি,কুমিল্লার সম্মানিত প্রেসিডেন্ট জনাব আবুল বাশার, ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রকল্প পরিচালক জনাব আব্দুল মতিন,ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ কবির সহ অত্র দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মানববন্ধন চলাকালীন উপস্থিত কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী এলজিইডি কুমিল্লা তথা প্রকৌশলী সমাজের পক্ষ্য থেকে এই হামলার তীব্র নিন্দা,ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। মানব বন্ধনে উপস্থিত অন্যান্যরা উক্ত দাবীর সাথে নিজেদের সহমত প্রকাশ করেন। এছাড়া কুমিল্লা জেলা পরিষদ এবং কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে একযোগে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত উক্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS