এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব সেখ মোহাম্মদ মহসিন এলজিইডি কুমিল্লা কমপ্লেক্স মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উক্ত সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব আব্দুস সালাম মোল্ল্যা, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো: মোস্তফা হাসান এবং এলজিইডি কুমিল্লার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম, ব্রাহ্মনবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলীগন, কুমিল্লা জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং অত্র দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মাননীয় প্রধান প্রকৌশলী ভিত্তি প্রস্তর স্থাপনের পর এলজিইডি কুমিল্লার অফিস প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে প্রধান প্রকৌশলী মহোদয়ের সভাপতিত্বে কুমিল্লা জেলায় এলজিইডির আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয় ও কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী সভার স্বাগত বক্তব্য রাখেন। সভায় এলজিইডি কুমিল্লার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং মোবাইল মেইন্টেনেন্সের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। পরিশেষে প্রধান প্রকৌশলী মহোদয়কে এলজিইডি কুমিল্লার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস