কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার উপজেলা প্রকৌশলীর সাথে এলজিইডি কুমিল্লা নির্বাহী প্রকৌশলীর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ মোস্তফা হাসান। এছাড়া কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, অত্র দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী গন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সমন্ধে সার্বিক ধারনা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ মোস্তফা হাসান উপজেলা প্রকৌশলীদের চুক্তি অনুযায়ী কর্মসম্পাদনে সচেষ্ট থাকতে কাজ করতে বলেন। পরবর্তীতে উপজেলা প্রকৌশলীগণ ও নির্বাহী প্রকৌশলী প্রকৌশলীর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস